SANSKRIT COLLEGIATE SCHOOL

বিদ্যালয় পরিচিতি

গোলদীঘির উত্তরপাড়ে ১৮২৪ খ্রীষ্টাব্দের ২৫শে ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তুর স্থাপন হয়েছিল সংস্কৃত কলেজ ভবনের। তার কিছুদিন আগে ১লা জানুয়ারি ১৮২৪ থেকে তৎকালীন ৬৬নং বহুবাজার স্ট্রীট (বর্তমান বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রীট) এ পঠনপাঠন শুরু হয়েছিল। ১৮২৬ খ্রীষ্টাব্দের ১লা মে বর্তমান কলেজ ভবনে শুরু হয়েছিল পঠনপাঠন। ছাত্রভর্তির বয়স প্রথমাবস্থায় ১২বৎসর থাকলেও পরবর্তীকালে সংশোধন করে ভর্তির বয়সসীমা করা হয়েছিল ৮ বৎসর। সংস্কৃত পাঠ ছাড়াও প্রথমাবধি ভাস্করাচার্য, লীলাবতী, বীজগণিত, আয়ুর্বেদ প্রভৃতি বিষয় পড়ানো হত। ১৮৩৮ খ্রীষ্টাব্দ থেকে বাংলা মাধ্যমে পাটীগণিত, পদার্থবিদ্যা এবং ১৮৪২ খ্রীষ্টাব্দ থেকে পুরাবৃত্ত বিষয়টি পাঠ্যতালিকার অন্তর্গত হয়। ১৮৫৭ খ্রীষ্টাব্দে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে বিদ্যালয় বিভাগ পৃথক করা হয়। এই সময়কালে প্রাথমিক স্তরে ইংরাজি শিক্ষা চালু করা হয়েছিল।

বিদ্যালয়ের বরেণ্য ছাত্রতালিকায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন গুপ্ত, শিবনাথ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, অবনীন্দ্রনাথ ঠাকুর, বলেন্দ্রনাথ ঠাকুর, শ্রীজীব ন্যায়তীর্থ, বিষ্ণু দে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জগদীশ চন্দ্ৰ ভট্টাচার্য প্রমুখের নাম উল্লেখযোগ্য ।

বর্তমানে বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত সকল শ্রেণির লেখাপড়া দিবা বিভাগেই হয়। উচ্চমাধ্যমিক স্তরে কলা ও বিজ্ঞান বিভাগ আছে। লাইব্রেরি, ল্যাবরেটরি প্রভৃতির সু-ব্যবস্থা রয়েছে।

১৭৫বর্ষপূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় ভবনের নিম্নতলে বারান্দায় স্থাপিত হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর ‘আবক্ষমূর্তি। সাফল্যের ধ্বজা উড়িয়ে দেশে-বিদেশে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন আমাদের বিদ্যালয়ের অগণিত কৃতীছাত্র। পূর্বসুরীর সাফল্যের স্বাক্ষর বর্তমান ছাত্রদের ধারাবাহিকতায়

আজও ভাস্বর।

সংস্কৃত কলেজিয়েট স্কুল 1A, বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা-700071দূরভাষ : 2241-৪605