১৮২১ খৃষ্টাব্দে হোরেস হেম্যান উইলসন বারানসীর সংস্কৃত কলেজের আদর্শে কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এই প্রস্তাবানুসারে ১৮২১ সালের ২৫শে আগষ্ট সংস্কৃত কলেজের জন্য বার্ষিক ২৫,০০০ টাকা অর্থ বরাদ্দ হয়। প্রতিষ্ঠিত হল এতেদ্দেশীয় প্রাচীনতম সরকারী পরিচালনাধীন সংস্কৃত কলেজ। তৎকালীন ঠিকানা ৬৬নং বহুবাজার স্ট্রীট। এর প্রায় তিন বৎসর পর ১৮২৪ সালের ২৫শে ফেব্রুয়ারী বর্তমান কলেজ ভবনের শিলান্যাস হয় ও ১৮২৬ সালের ১লা মে থেকে নবনির্মিত ভবনে পঠন পাঠন শুরু হয়। যদিও ৬৬নং বহুবাজার স্ট্রীট এর বাড়িতে ১৮২৪ সালের ১লা জানুয়ারি থেকেই সংস্কৃত কলেজের পাঠারম্ভ হয়। কলেজের প্রথমাবস্থায় ছাত্র ভর্তির ন্যূনতম বয়ঃসীমা ছিল বার বৎসর, পরবর্তীকালে এই নিয়ম সংশোধিত হওয়ায় আট বৎসর বয়স্ক ছাত্রই ভর্তির উপযোগী বলে বিবেচিত হয়। বয়ঃক্রম দেখেই বোঝা যায় বর্তমানে পৃথকীভূত স্কুল ও কলেজ শুরুতে একই প্রশাসনের অধীনে ছিল। তখন ৮ বৎসর বয়ঃপ্রাপ্ত যে কোন শিক্ষার্থীই কলেজের ছাত্র বলে গণ্য হত। বীরসিংহের বালক ঈশ্বরচন্দ্র নয় বৎসর বয়সেই সংস্কৃত কলেজে পাঠারম্ভ করেন। এই যুক্তিতেই সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠা কাল ১৮২৪ খৃষ্টাব্দ বলে বিবেচিত হয়। সংস্কৃত পাঠের পাশাপাশি এখানে অন্যান্য বিষয়েও শিক্ষাদান করা হত ।